পুরাতন মালদা

জনসংঘের অবরোধ বিক্ষোভে নাকাল জনজীবন

 

মহারাষ্ট্রের আঞ্চলিক দল শিবসেনা জায়গা খুঁজতে বাংলায়। মালদা জেলার উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রার্থী দেয় শিবসেনা সমর্থিত জনসংঘ দল।

    এবারে উত্তর মালদায় বিজেপির সাথে সংঘাতে জড়ালো শিবসেনা। অভিযোগ, শিবসেনা সমর্থিত জনসংঘ দলের প্রার্থী নরেশ পালের সমর্থনে পুরাতন মালদার সাহাপুর ও মুচিয়াতে লাগানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে বিজেপি কর্মীরা। এমনকি প্রার্থীকে নমিনেশন প্রত্যাহারের জন্য ফোনে হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পুরাতন মালদা। বুধবার মঙ্গলবাড়ীর চৌরঙ্গী মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিবসেনার সমর্থিত জনসংঘ দলের কর্মীরা। যার ফলে সৃষ্টি হয় যানজটের। তীব্র গরমের মাঝে চরম সমস্যার মুখে পড়ে জনজীবন। নাকাল হয় নিত্যযাত্রীরা। কড়া রৌদ্রের মাঝে পথ অবরোধের মুখে পড়ে প্রাণ ওষ্ঠাগত হয় পথ চলতি মানুষের। শিবসেনা সমর্থিত জনসংঘ দলের আন্দোলনের জেরে চরম হয়রানি হয় যাত্রীদের। তীব্র গরমের মাঝে ভুক্তভোগী সাধারণ মানুষ। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে গেলে পুরাতন মালদার শহর এলাকায় ভোট প্রচার চালায় জনসংঘ।